ফুলেল শ্রদ্ধায় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ প্রয়াত কল্যাণী কাজীকে চির বিদায় জানিয়েছেন কলকাতাবাসী। রোববার (১৪ মে) তার মরদেহ রাখা হয় রবীন্দ্রসদন প্রাঙ্গণে।
স্থানীয় সময় সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান নজরুলপ্রেমীরা। শ্রদ্ধা জানান কল্যাণী কাজীর কাছের মানুষ এবং তার গুনগ্রাহীরাও। এ সময় সবার কণ্ঠে ছিল নজরুল সঙ্গীত।
শ্রদ্ধা জানিয়েছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-দূতাবাসের পক্ষ থেকে প্রেস সচিব রঞ্জন সেন। এরপর একে একে শ্রদ্ধা জানান কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম, মেয়র ইন কাউন্সিল দেবাশিষ কুমার, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, সিপিআইএমের প্রবীণ নেতা রবিন দেবসহ বিশিষ্ট জনেরা। শ্রদ্ধা জানিয়েছে নজরুল অনুরাগী অগ্নিবীনার মতো সংগঠনগুলো।
গত শুক্রবার (১২ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় কলকাতার সরকারি পিজি হাসপাতালে (এসএসকেএম হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কল্যাণী কাজী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত কারণে মায়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন, ছেলে অরিন্দম কাজী।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোট ছেলে কাজী অনিরুদ্ধ। তার সন্তান অরিন্দম কাজী এদিন জানান, রবীন্দ্রসদন থেকে মাকে নিয়ে যাচ্ছি দক্ষিণ কলকাতার ট্রাঙ্গুলার পার্কের বাসভবনে। সেখান কিছুক্ষণ রেখে নিয়ে যাব কবরস্থানে।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ১৪ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম