এসএসসির স্থগিত দুই বিষয়ের পরীক্ষা ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ মে) আন্তঃবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবুর বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত করা কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা ১৪ মে হওয়ার কথা ছিল। আর ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা হবে ২৮ মে। এ দিনের পরীক্ষা ১৫ মে হওয়ার কথা ছিল। অন্যদিকে এসএসসির ব্যবহারিক পরীক্ষা ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে শেষ করতে হবে বলেও জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
ঢাকা,সোমবার ১৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।