নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন খালেদা জিয়া। বুধবার (১৭ মে) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
গত ১৯ মার্চ নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান।এরপর এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ মে দিন ধার্য করেন।
সেদিন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, তিনি খালেদা জিয়ার পক্ষে হাজিরা দিয়েছেন।
ঢাকা,বুধবার ১৭ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।