ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, গায়ক মাঈনুল আহসান নোবেলকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।অনুষ্ঠানের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনই এক ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। সে মামলায় নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২০ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানের যোগ দেন ডিএমপি কমিশনার। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
ডিএমপি কমিশনার বলেন, নোবেলের নামে একটা প্রতারণা মামলা হয়েছে। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন, কিন্তু যান নাই। যার ফলে তারা বাদী হয়ে মামলা করেছেন। সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের কাছে এমন তথ্য আছে, তিনি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নেন, কিন্তু যান না। এ ধরনের অনেক অভিযোগও রয়েছে।
এর আগে শনিবার (২০ মে) সকালে ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। অগ্রিম ১ লাখ ৭২ হাজার নিয়েও অনুষ্ঠানে না যাওয়ার এ গায়কের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়। সে অভিযোগেই মূলত গ্রেপ্তার হন তিনি।
গ্রেপ্তারের পর নোবেলকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঢাকা,শনিবার ২০ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।