ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। শনিবার সকালে লেম্বুর বন সংলগ্ন সমুদ্র থেকে এসব জাল জব্দ করা হয়। এসময় কোন জেলেক আটক করতে পারেনি পুলিশ। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশের অফিসার্স ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, সাগর মোহনায় আভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। তাদের অভিযান অব্যাহত রয়েছে। যারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ২০ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।