সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ পাকিস্তানি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ছয় পাকিস্তানি। শনিবার (২০ মে) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। খবর গালফ নিউজের।গালফ নিউজ জানায়, আগুনে হতাহত পাকিস্তানিরা ওমরা পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে মক্কার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে পাকিস্তানের আটজন নাগরিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে আমাদের কাছে তথ্য আছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মক্কার ওই হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে হোটেলের অন্যান্য কক্ষেও আগুন ছড়িয়ে পড়ে।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ২০ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম