প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের লেখা বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ উপহার দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শনিবার (২০ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বই উপহার দেন রাষ্ট্রপতি।
এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
ঢাকা,শনিবার ২০ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।