আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ করে এর প্রতিবাদে সোমবার (২২ মে) সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। রোববার (২১ মে) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সোমবার (২২ মে) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।
এদিকে রোববার (২১ মে) বিকেলে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির বিষয়ে কঠোর হতে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ফখরুলকে বলতে চাই, এক দফার নামে আপনারই জেলার আহ্বায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। আপনি তো অনেক চাপাবাজি করেছেন, আপনি কি তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছেন? শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার পরও আপনাদের লজ্জা করে না?
তিনি বলেন, ১৯ তারিখে হত্যার হুমকি দিয়ে আবু সাঈদ আজ ২১ তারিখেও বাইরেই আছেন, জেলে যাননি। আমি জানি না স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কতটা অবগত। আমার কাছে এই হুমকির ভিডিও আছে।
ঢাকা,রোববার ২১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।