নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট আসামির নামে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের তৎকালীন সহকারী পরিচালক মাহবুবুল আলম।
এদিন তার আংশিক জবানবন্দি গ্রহণ করা হয়। অবশিষ্ট জবানবন্দি ও জেরার জন্য আগামী ২০ জুন দিন ধার্য করেন আদালত।
এর আগে গত ১৯ মার্চ এ মামলায় চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।
ঢাকা,মঙ্গলবার ২৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।