যে সময়টা আসছে, সেই সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আগের তুলনায় এখন এই সমস্যা অনেক কম। তবুও আমাদের আরও সতর্ক থাকতে হবে। এজন্য আমাদের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (২৩ মে) নগর ভবনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধবিষয়ক কেন্দ্রীয় মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
মেয়র বলেন, যে সময়টা আসছে, সেই সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আগের তুলনায় এখন এই সমস্যা অনেক কম। তবুও আমাদের আরও সতর্ক থাকতে হবে। এজন্য আমাদের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, আগামী ১৫ জুলাই থেকে সিটি করপোরেশনে মশক নিধনে নিয়ন্ত্রণ কক্ষ চালু হবে। এর মাধ্যমে শহরজুড়ে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
মেয়র তাপস বলেন, বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এবারের ডেঙ্গুর প্রকোপ গত বছরের তুলনায় বেশি হতে পারে। তাই বিস্তৃত কর্মপরিকল্পনা নিয়েছি। আশ্বিন মাস পর্যন্ত কার্যক্রম চলবে। নিজস্ব ম্যাজিস্ট্রেট মাত্র দুইজন। এজন্য অতিরিক্ত দশজন ম্যাজিস্ট্রেট চেয়েছি। সেক্ষেত্রে দশটি অঞ্চলে একজন করে ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান পরিচালনা করা হবে। মশার উৎস ধ্বংস করাই উদ্দেশ্য।
তিনি বলেন, এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অন্যান্য সংস্থার প্রতি আহ্বান, তারা যেন নিজ নিজ অফিস আদালত পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। যদি পরিষ্কার করতে নাও পারেন, তথ্য দিলে আমাদের পরিচ্ছন্নতা কর্মী গিয়ে পরিষ্কার করে লার্ভিসাইডিং করে আসবে। কিন্তু সেটি আপনাদের দেখভাল করতে হবে যেন পুনরায় মশা না হতে পারে। তারপরও যদি রাজধানীবাসী বাসাবাড়ি পরিষ্কার না রাখে, তবে জরিমানা করা হবে।
এ সময় মশা নিধনে সরাসরি তথ্য দিতে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানান তিনি।
ঢাকা,মঙ্গলবার ২৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।