স্বাগতিক ওমানকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ।বাংলাদেশের হয়ে তাসিন আলী ও জাহিদ হোসেন একটি করে গোল করেন।
খেলার ২২তম মিনিটে অসাধারণ এক ফিল্ড গোলে দলকে শুরুর অগ্রগামিতা এনে দেন তাসিন (১-০)। মিনিট দুয়েক পর (২৪তম মিনিট) আবারো গোলের আনন্দ বাংলাদেশের। ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ (২-০)।
পিছিয়ে পড়ে গোল পরিশোধের চেষ্টা চালাতে থাকে স্বাগতিক ওমান। বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণব্যুহ ভেদ করে পোস্টে হিটও নেন ওমানের খেলোয়াড়রা। কিন্তু বাংলাদেশের গোলরক্ষক নয়নের দৃঢ়তায় শেষ পর্যন্ত গোলবঞ্চিত থাকে দলটি। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৫ মে। শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে।
ক্রীড়া ডেস্ক,বুধবার ২৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।