বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফৌজদারি মামলা দায়ের করতে পারবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে একই আদালত বিজিবির ফৌজদারি মামলা দায়ের করার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন।বুধবার (২৪ মে) বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ স্থগিতাদেশ প্রত্যাহার করেন।
এর ফলে বিজিবি এখন থেকে ফৌজদারি মামলা করতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে, মঙ্গলবার বিজিবির করা এক মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আসামির করা আবেদনের শুনানিতে বিজিবি সদস্যদের মামলা দায়েরর বৈধতা নিয়ে প্রশ্ন উঠে। তখন আদালত মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন। পাশাপাশি রুল শুনানির জন্য ১৪ জুন দিন ধার্য করেছেন। আর রুল শুনানি না হওয়া পর্যন্ত বিজিবির সদস্যরা ফৌজদারি মামলা দায়ের করতে পারবে না বলে আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, আজ সকালে গতকালের আদেশটি প্রত্যাহার করা হয়েছে। এখন এ মামলার ওপর রুল শুনানি হবে।
ঢাকা,বুধবার ২৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।