গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে তীব্র রোদে লাইনে অপেক্ষা করছেন ভোটাররা। বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এমনটি দেখা গেছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলছে ভোটগ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বেশিরভাগ ভোটারই এবার প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন। ইভিএমে ভোটারদের অভিজ্ঞতা না থাকায় ভোট দিতে অনেকটাই সময় বেশি লাগছে। এতে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন দীর্ঘ হচ্ছে।গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন এবং নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও হিজড়া ১৮ জন।
৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৪৯৭টি ভোটকক্ষ রয়েছে। এই নির্বাচনে ৪৮০ জন প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৪৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬ হাজার ৯৯৪ জন পোলিং অফিসার সহ ১০ হাজার ৯৭১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা রয়েছেন।
গাজীপুর,বৃহস্পতিবার ২৫ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।