রাজশাহী মহানগর এলাকা থেকে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আরএমপির এডিসি (মিডিয়া) রফিকুল আলম।চাঁদের গ্রেপ্তার নিয়ে দুপুর ১২টায় আরএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন’ বলে অভিযোগ ওঠে।
২১ মে রাতে রাজশাহীর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে বিএনপির এই নেতার নামে পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন।
রাজশাহী,বৃহস্পতিবার ২৫ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।