গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০,৩৮,৮০৯ জন।কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯,৪৪৬ জন।বুধবার (২৪ মে) দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০,০৬,১৫৭ জন।নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৯৬ টি।
ঢাকা,বৃহস্পতিবার ২৫ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।