নরসিংদীতে গতকাল ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী আশরাফুল ইসলাম (২০) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় প্রাণ গেল ২ জনের।
শুক্রবার (২৬ মে) সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আশরাফুলের। এর আগে গতরাতে ঢাকা মেডিকেলে মারা যান গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান।নিহতদের মধ্যে সাদেকুর রহমান জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি শহরের হাজীপুর ইউনিয়নের বাদুয়াচর এলাকার আলাউদ্দিনের ছেলে। আর নিহত আশরাফুল সাঠিরপাড়ার নাজমুল হকের ছেলে।
এ ঘটনায় থানায় এখনো মামলা দায়ের হয়নি। বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে শহরের চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নরসিংদী,শুক্রবার ২৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।