পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র অসহায় চার মেধাবী শিক্ষার্থীর পরিবারের পক্ষে সহায়ক বই ও স্কুল পোশাক কেনার মত কোন সমর্থ ছিলোনা। হঠাৎ অসহায় ওই পরিবারদের পাশে দাঁড়িয়েছে একটি ছাত্র সংগঠন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে কলাপাড়া ছাত্র কল্যাণ ক্লাব উদ্যোগে হতদরিদ্র মেধাবী খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেনীর শিক্ষার্থী লামিয়া আক্তার রেশমা, সাবিনা আক্তার, হলি সান ডে স্কুলের সজিব হাওলাদারকে সহায়ক বই আনুষ্ঠানিক ভাবে তুলে দেয়া হয়েছে। এছাড়া একই সময় নূর একাডেমির প্রথম শ্রেনীর শিক্ষার্থী শান্তা আক্তারের হাতে স্কুল পোশাক তুলে দেয়া হয়। কলাপাড়া ছাত্র কল্যাণ ক্লাবের সভাপতি মো.হাসানুজ্জামন অমি গাজীর সভাপতিত্বে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়ক বই ও স্কুল পোশাক বিতারনী অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উত্তম কুমার হাওলাদার, বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক হতদরিদ্র কর্মসূচির ম্যানেজার এম এ আক্কাস মাঝি,কর্মসূচি সংগঠক জালাল উদ্দিন। এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আপন নিউজ পরিচালক এস এম আলমগীর হোসেন, ছাত্র সংগঠনের সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলাম ইমন, যুগ্ন সাধারন সম্পাদক মো.নাজমুল হাসান, মো.আরিফ হোসেন, মো.পিয়াস, সদস্য মো.সৈকত ইসলাম প্রমুখ।বিতারনী অনুষ্ঠান শেষে নতুন স্কুল পোশাক হতে পেয়ে প্রথম শ্রেনীর শিক্ষার্থী শান্তা আক্তার বলে, এই পোশাক পরে এখন স্কুলে জেতে পারবে।খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেনীর শিক্ষার্থী সাবিনা আক্তার বলে, আমার বাবা দিনমুজরির কাজ করে। তার পক্ষে সহায়ক বই গুলো কিনে মত কোন সমর্থ নাই। এই বইগুলো এখন পড়তে পারবো। ছাত্র কল্যাণ ক্লাবের সভাপতি মো. হাসানুজ্জামন অমি গাজী জানান, ২০১৪ সালে মাদক কে না বলুন, না বলতে বাধ্য করুন এ শ্লোগান কে সামনে রেখে ক্লাবটি প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা সব সময় হতদরিদ্র ও অসহায় ছাত্র-ছাত্রীদের পাশে গিয়ে দাঁড়াই।
কলাপাড়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মেজবাহউদ্দিন ছাত্র কল্যান ক্লাবে
সদ্যস্যদের উদ্যেশে বলেন, এসব ভাল কাজে সাংবাদিকরা সব সময় পাশে
থাকবে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি,
পটুয়াখালী,শুক্রবার, ৩১ মার্চ, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।