গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে অন্তত নিহত ৫, আহত ১৫। এরা সবাই মাইক্রোবাসের যাত্রী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন বাস যাত্রী আহত হয়।নিহতরা হলেন, সৌদি প্রবাসী হালিম আকন, তার স্ত্রী আসমা বানু, ছেলে সিহাব ও সুজন এবং শ্যালক বাদল হাওলাদার। এদের সবার বাড়ি বাগেরহাটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সেবা গ্রিনলাইন পরিবহনের বাসটি গোপালগঞ্জ থেকে ঢাকার দিকে আসছিল।মাইক্রোবাসটি ঢাকা থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জের দিকে যাচ্ছিল। পথে দুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।একজন সৌদি আরব প্রবাসীকে আনার জন্য তাঁর পরিবারের সদস্যরা ঢাকার হয়রত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। ফেরার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন।গুরুতর আহতদের মধ্যে ৮ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
গোপালগঞ্জ,বৃহস্পতিবার, ২৯ জুন, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।