কক্সবাজারের রামু উপজেলার পানিরছড়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নারীসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৩ জন।আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার পানিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিলো ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। কমবেশি আহত হয় বাসের বেশির ভাগ যাত্রী। এদের মধ্যে ১২ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
কক্সবাজার,রোববার, ১১ ডিসেম্বর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।