কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শামীমকে(২০) নামের এক যুককের মৃত্যু হয়েছে। এসময় ছগির (২৪), বাবুল (১৯), মিরাজ (১৮) ও অটো রিক্সার যাত্রী শামিম (১৯) আহত হয়। বৃহস্পতিবার রাতে কুয়াকাটার নয়াপাড়া নামক স্থানে যাত্রীবাহী একটি ইজিবাইককে সাথে মোটরসাইকেল ধাক্কা এ দুর্ঘটনা ঘটে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই মনিরুজ্জামান জানান, শামীমকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। অন্যান্যরা প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শুক্রবার, ০৯ ডিসেম্বর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।