বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর বাজার এলাকায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ পুলিশ সদস্যসহ ৫ জন। শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম পুলিশ লাইনস থেকে বেতার বিভাগের পুরাতন কিছু মালামাল নিয়ে ট্রাকে করে ঢাকার রাজারবাগ আসছিলেন ৮ পুলিশ সদস্য।পথে রাত দেড়টা’র দিকে, ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সারবোঝাই ট্রাকের সঙ্গে পুলিশবহনকারী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরো ৮ জন।
আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পুলিশের আরো এক সদস্যসহ ৩ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।গুরুতর আহত অবস্থায় মইনুল নামে পুলিশের এক এসআইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বগুড়া,রোববার, ১৩ নভেম্বর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।