বগুড়ার কাহালুতে সিরামিকস কারখানায় রাসেল নামে এক শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এবিসি টাইলস কারখানায় এই ঘটনা ঘটে। কারাখানায় অসুস্থ হওয়ার তিনঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত শ্রমিক রুবেলকে আটক করেছে পুলিশ।শ্রমিকরা জানান, রাতের শিফটে কাজ শেষে শুক্রবার সকালে এবিসি সিরামিকস কারখানায় হাত-পা পরিস্কার করতে যায় কাহালুর বীরকেদার এলাকার রাসেল। এসময় সহকর্মী একই উপজেলার রওদাপাড়া এলাকার রুবেলের সঙ্গে বাক-বিতণ্ডা হয়।
স্বজনদের অভিযোগ, এর জের ধরে তার পায়ুপথে পাইপ দিয়ে পেটে বাতাস ঢুকিয়ে দেয় রুবেল। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাসেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করে কারখানার অপর শ্রমিকরা। পরে শুক্রবার দুপুর একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরই অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেলকে আটক করে কাহালু থানা পুলিশ।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক আহতের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় জড়িত শ্রমিক রুবেলকে আটক করা হয়েছে।
বগুড়া,শুক্রবার,২৯ সেপ্টম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।