চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানায় ঈগল হান্ট অভিযান সমাপ্ত আত্মঘাতী বোমা বিস্ফোরণে জঙ্গি আবু ও তার ৩ সহযোগীসহ ৪ জন নিহত হয়েছে।তবে জীবিত অবস্থায় জঙ্গি আবুর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার বিকেলে ‘অপারেশন ঈগল হান্ট’ নিয়ে ব্রিফিং-এ এ তথ্য জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন। ব্রিফিং-এ আরো জানানো হয়, সোয়াট তার অভিযান শেষ করলেও জঙ্গি আস্তায় পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিটের অভিযান চলবে। উদ্ধারকৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঝিন্টু হাজীর বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। পরে গতকাল সন্ধ্যায় অভিযান শুরু করে তারা। এদিকে, নিরাপত্তার জন্য পুরো এলাকায় এখনো বহাল রয়েছে ১৪৪ ধারা।
চাঁপাইনবাবগঞ্জ,বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।