কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দেশীয় ধারালো অস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় গোপন সংবাদের ভিত্তিতে রজপাড়া বাসস্ট্যান্ড থেকে ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র মাসুদ মীর (২৪), রুবেল মোল্লা (২৮), জলিল তালুকদার (৩০) কে আটক করা হয়।
এ সময় পুলিশ তল্লাশী চালিয়ে দশটি দেশীয় ধারলো অস্ত্র উদ্ধার করে। আটককৃত সকলের বাড়ী উপজেলার ধানখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। পুলিশ সুত্র জানা গেছে, তারা এসব অস্ত্র নিয়ে ধানখালীতে ঢুকছিলো। একটি যাত্রীবাহী বাস থেকে রজপাড়া নামক স্থানে নামলে এ সময় পুলিশ তাদের ওইসব দেশীয় অস্ত্রসহ আটক করে বলে কলাপাড়া থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, ২৯ মার্চ অনুষ্ঠিতব্য ধানখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার সৃস্টির উদ্দেশ্যে অস্ত্রগুলো বহন করা হচ্ছিল। থানা পুলিশের তৎপরতায় অস্ত্রসহ ওই তিন যুবককে আটক করা হয়েছে।