রাজধানীর দিয়াবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জহিরুল ইসলাম (৩৭) নামে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।শুক্রবার (৩০ মার্চ) ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।দক্ষিণখান থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নান্নু খান বলেন, বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার পাঁচ ডাকাত সদস্যের মধ্যে একজনকে (জহিরুল) নিয়ে রাতে অভিযানে নামে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি শুরু করেন। পরে পুলিশ ও ডাকাতের মধ্যে গোলাগুলিতে জহিরুল গুলিবিদ্ধ হন।অভিযানে ঘটনাস্থল থেকে ২টি পিস্তল ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
ঢাকা,শুক্রবার,৩০ মার্চ , এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।