পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চার জন এবং স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) এক জন প্রার্থী চেয়ারম্যান পদে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছে। ইউপি নির্বাচনে আওয়ামী লীগের জয়-জয়কার হলেও ভরাডুবি হয়েছে বিএনপির। তবে ইসলামী আন্দোলনের পাখা প্রতীক আলোচনায় উঠে এসেছে। বৃহস্পতিবার সকাল থেকে একটানা বিকেল পর্যন্ত ব্যাপক নিরাপত্তার ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে এ উপজেলার মিঠাগঞ্জ,ধানখালী,বালিয়াতলী,চম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরন ৫ হাজার ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ধানখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার ঘোড়া প্রতীক নিয়ে ৩ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এইচএম হুমায়ুন কবির ৮ হাজার ৯১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চম্পাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী রিন্টু তালুকদার ৩ হাজার ৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ডালবুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী
আবদুস সালাম শিকদার ৩ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ মিয়া জানান, কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শুক্রবার,৩০ মার্চ , এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।