চার জাতি হংকং জকি কাপ ক্লাব আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ইরানকে ৮-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছে তহুরা খাতুন ও শামসুন্নাহার। জোড়া গোল করেন অ্যানি মগিনি।এর আগে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে হারারিয়ে শুভ সূচনা করেছিল খাতুন-শামসুন্নাহাররা।বাংলাদেশের হয়ে এদিন ম্যাচের প্রথম মিনিটেই গোল করে লিড এনে দেন তহুরা খাতুন।আর ১৩ ও ২৯ মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে স্কোরলাইন ৩-০ করেন তহুরা। প্রথমার্ধই বাংলাদেশ তরুণীরা বেশি ভয়ঙ্কর ছিল। পরে খেলার ৩২ মিনিটে অ্যানি মগিনি ও যোগ করা সময়ে শামসুন্নাহার গোল করলে ৫-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় আর ৬৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন শামসুন্নাহার।আর ম্যাচের ৭৭ মিনিটে নিজের জোড়া গোল উদযাপন করেন মগিনি।তবে খেলার শেষ মুহূর্তে ইরানের নারী দল ১ গোল শোধ দিলেও ৮-১ এর দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।রোববার নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হবে নারী দল। ওই ম্যাচে জয় পেলে জকি কাপের শিরোপা জয়ের উল্লাসে মাতবে ছোটন শিষ্য’রা।
ক্রীড়া ডেস্ক,শনিবার,৩১ মার্চ , এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।