গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন ১৫ মে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।শনিবার দুপুরে নির্বাচন কমিশন খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করে।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে প্রার্থীরা ১২ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাচ্ছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৫ ও ১৬ এপ্রিল পর্যন্ত। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৪ এপ্রিল।২০১৩ সালের ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন হয়েছিলো। অন্যদিকে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিলো ২০১৩ সালের ১৫ জুন।
ঢাকা,শনিবার,৩১ মার্চ , এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।