প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত থাইল্যান্ডের রাজকুমারী মহা চক্রি সিরিনধর্ন সৌজন্য সাক্ষাৎ করেছেন।বৃহস্পতিবার (৩১ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া থাইল্যান্ডের রাজকন্যার সঙ্গে থাকা সফর সঙ্গীরা এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন। কুশল বিনিময় ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন থাইল্যান্ডের রাজকুমারী।এ সময় থাই রাজকুমারী মহা চক্রি সিরিনধর্ন বাংলাদেশ সফরের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। চারদিনের রাজকীয় সফরে ২৮ মে সোমবার ঢাকায় এসেছেন রাজকন্যা মহাচক্রী সিরিন ধর্ন।
ঢাকা,বৃহস্পতিবার,৩১ মে, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।