সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান করা হয়েছে জিএম কাদেরকে। তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এ কথা জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে চার মাসে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে তাকে বার বার প্রত্যাহার ও পুনর্বহালে আলোচনায় ছিল দলটি।
আগেও একবার জিএম কাদেরকে নিজের উত্তরসূরি ঘোষণা করে সেই অবস্থান থেকে সরে আসেন হুসেইন মুহম্মদ এরশাদ। আবার সে ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। দলের কো-চেয়ারম্যান এবং ভবিষ্যত উত্তরসূরি জিএম কাদেরের নাম ঘোষণা করেছিলেন এরশাদ। তারই ধারাবাহিকতায় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর পর কাদেরকেই চেয়ারম্যান ঘোষণা করলেন রাঙ্গা।
এর আগে, রোববার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
ঢাকা,বৃহস্পতিবার,১৮ জুলাই,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।